মোবাইল চুরির অভিযোগে যুবককে রড দিয়ে মারধর, বৈদ্যুতিক শক
আহত সুবেল মিয়া
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মোবাইল চুরির অভিযোগে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রেখে হাত-পা বেঁধে তিন ঘণ্টা রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
এক সপ্তাহ আগে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পুরান পুঞ্জি গ্রামের কাজল মিয়ার ছেলে ঝুনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১২ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
অভিযোগ ও নির্যাতনের শিকার যুবকের পরিবারের লোকজন জানান, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পুরান পুঞ্জি গ্রামের কাজল মিয়ার ছেলে ঝুনু মিয়ার একটি মোবাইল চুরি হয়।
একই গ্রামের দরিদ্র হারুন মিয়ার ছেলে সুবেল মিয়ার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তোলেন ঝুনু মিয়া। ১০ অক্টোবর রাত ৯টার দিকে ঝুনু মিয়ার নেতৃত্বে একদল যুবক সুবেল মিয়াকে বাড়ি থেকে তুলে নেন। পরে ঝুনু মিয়ার বাড়ির একটি ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে সুবলকে মারধর করা হয়। একই সঙ্গে তাকে বৈদ্যুতিক শক দেয়া হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
নির্যাতনের শিকার সুবেল মিয়া বলেন, আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখে ঝুনু মিয়া বলেন সিলেটের বিশ্বনাথের এক কবিরাজ বলেছেন মোবাইল তুই চুরি করেছিস।
এরপর আমার হাত-পা বেঁধে টানা তিন ঘণ্টা মারধর করা হয়। নির্যাতনের একপর্যায়ে আমার শরীরের বিদ্যুতের শক দেয়া হয়। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।
সুবেলের বাবা হারুন মিয়া বলেন, ঝুনু মিয়ার নেতৃত্বে আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে একটি ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়। আমি স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার লোকজনকে নিয়ে ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এ ঘটনায় রোববার থানায় অভিযোগ দিয়েছি।
জগন্নাথপুর থানা পুলিশের এএসআই মুক্তার আলী বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএম/পিআর