পণ্যের মান নিশ্চিত করে ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে হবে
বিশ্ব মান দিবস উপলক্ষে ফরিদপুরের আলোচনা সভায় জেলা প্রশাসক অতুল সরকার
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, পণ্য ও সেবার মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব বিএসটিআই’র ওপর অর্পিত। পণ্যের মান নিশ্চিত করে ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তারা করোনার সময়ে পণ্য উৎপাদন ও সরবরাহে ভিন্ন মাত্রা এনেছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক অতুল সরকার।
‘পৃথিবী সুরক্ষায় মান’ প্রতিপাদ্যকে সামনে রেখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বিশ্বকে আমাদের সুরক্ষা দিতে হবে। এজন্য আমাদের পণ্যের মান সঠিক হতে হবে। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।
জেলা প্রশাসক বলেন, পণ্যের মান নির্ধারণের কাজ এগিয়ে চলছে। এ পর্যন্ত দেশে তিন হাজার পণ্যের মান নির্ধারণ করা হয়েছে। পণ্যের মান নির্ণয়ে প্রধানমন্ত্রী আইন করে দিয়েছেন। নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে হবে। তাদের ঋণের ব্যবস্থা করতে হবে। এসবই হচ্ছে আমাদের কাজ। প্রাতিষ্ঠানিকভাবে দেশ অনেক এগিয়েছে। আমাদের নিজেদের দায়িত্বের প্রতি সচেতন হতে হবে। সেবার মনোভাব বাড়াতে হবে। অধিকতর প্রচারণার মাধ্যমে উদ্যোক্তাদের মধ্যে বিএসটিআই’র কার্যক্রম সম্পর্কে অবহিত করার আহ্বান জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
এতে স্বাগত বক্তব্য রাখেন- বিএসটিআই’র ফরিদপুরের সহকারী পরিচালক (রসায়ন) মো. আবদুল আওয়াল। আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. রিফাত ইসলাম ও আমির হোসেন প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বি কে সিকদার সজল/এএম/এমকেএইচ