ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে পূজা আয়োজক কমিটির সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০২০

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহপুর ইউনিয়নে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে সুভাষ চন্দ্র দে (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোমপাড়া সনাতন হরিসভা মণ্ডপে এ ঘটনা ঘটে।

নিহত সুভাষ চন্দ্র দে সাহাপুর ইউনিয়নের প্রসাতপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র দের ছেলে। তিনি পূজা আয়োজক কমিটির সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাহপুর ইউনিয়নের প্রসাতপুর গ্রামের সোমপাড়া বাজারের পার্শ্ববর্তী সোমপাড়া সনাতন হরিসভা মণ্ডপে পূজা চলছিল। পূজা উপলক্ষে বিদ্যুতের পাশাপাশি মণ্ডপে আলোর জন্য জেনারেটরেরও ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় পূজায় আসা সুভায় চন্দ্র দে ডেকোরেটরের বাঁশের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মিজানুর রহমান/আরএআর/এমএস