বরিশালে গাঁজাসহ নারী আটক
বরিশাল সদর উপজেলার চর-আবদানী এলাকা থেকে আধা কেজি গাঁজাসহ নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়। আটক নাসিমা ওই এলাকার আ. আজিজ কবিরাজের স্ত্রী।
বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. আবু সাইদ জানান, গোপন সংবাদ পেয়ে তার বসতঘরে অভিযান চালানো হয়। এসময় আধা কেজি গাঁজাসহ নাসিমাকে আটক করা হয়। তবে তার স্বামী আজিজ কবিরাজ ঘরে না থাকায় আটক করা যায়নি।
এ ঘটনায় নাসিমা ও তার স্বামী আজিজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাইফ আমীন/এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ