চট্টগ্রামে বিশেষ অভিযানে মাদকসহ আটক ৯০
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৯০ জনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে ইয়াবা ও মাদক উদ্ধার করা হয়েছে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃতদের মধ্যে ৮২ জন গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামি। বাকি আটজনকে নিয়মিত মামলায় আটক করা হয়েছে। এ ছাড়া মিরসরাই থেকে ৬ হাজার দুইশ’ পিস ইয়াবা, বাঁশখালী থেকে ৭৫ লিটার চোরাই মদ ও সীতাকুন্ড থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
জীবন মুছা/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ