ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৬:০১ পিএম, ৩০ অক্টোবর ২০২০

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজল মজুমদার ও লক্ষণ চন্দ্র মজুমদার নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজল উপজেলার পার্বতীনগর ইউনিয়নের নাপিত বাড়ির নারায়ণ চন্দ্র ও লক্ষণ একই বাড়ির চিত্র চন্দ্র মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, সজল ও লক্ষণ মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর থেকে বশিকপুরের পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন। তারা বিরাহিমপুর এলাকায় একটি সেতুর ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সজল ও লক্ষণ মারা যায়।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এমএএস/জেআইএম