বেঁচে গেল নাতি, পানিতে ডুবে মারা গেলেন দাদা
নাতিকে কাঁধে নিয়ে সাঁতরে গোমতি নদী পার হওয়ার সময় পানিতে ডুবে মো. আবুল গাজী (৭২) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার কাঁধে থাকা নাতি মো. শাহাদাত হোসেন (১০)।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গার গোমতি নদীতে এ ঘটনা ঘটে। নিহত মো. আবুল গাজী মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের ছেলে মো. কামাল হোসেন জানান, সকালের দিকে তার ছেলে মো. শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে গোমতির নদীর ওপারে বাংলাটিলা এলাকায় জমি দেখতে যান বাবা মো. আবুল গাজী। জমি দেখা শেষে ফেরার পথে নাতিকে কাঁধে নিয়ে গোমতি নদী পার হওয়ার সময় স্রোতে তলিয়ে যান মো. আবুল গাজী। এ সময় তার ছেলে ভাগ্যক্রমে বেঁচে গেলেও প্রায় দুই কিলোমিটার দূরে গোমতি ব্রিজের পাশ থেকে স্থানীয়রা মো. আবুল গাজীর মরদেহ উদ্ধার করে।
গোমতি ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জাগো নিউজকে বলেন, হঠাৎ গোমতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের কারণে ডুবে মারা যান মো. আবুল গাজী।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এএইচ