EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়ের আগের রাতে মেয়ে পালিয়ে যাওয়ায় বাবার আত্মহত্যা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৩ নভেম্বর ২০২০

বিয়ের আগের রাতে প্রেমিকের সঙ্গে পালিয়েছে মেয়ে। আর সেই ক্ষোভে আত্মহত্যা করেছেন বাবা জাহাঙ্গীর হোসেন (৪৭)। সোমবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর হোসেনের এক ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে সাথীর সঙ্গে একই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের কলেজ পড়ুয়া ছেলে মাসুদের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে জানতে পারেন তিনি।

বিষয়টি নিয়ে মেয়ের সঙ্গে কথা বললে সর্ম্পকের কথা অস্বীকার করে সাথী। তবে এমন ঘটনা শোনার পর বিয়ের বয়স না হলেও তিনি মেয়ের বিয়ে দিতে উঠে পড়ে লাগেন।

পরে একই উপজেলার কুশারিয়া গ্রামে মেয়ের বিয়ে ঠিক করেন তিনি। বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় ২ নভেম্বর সোমবার। কিন্তু বিয়ের ঠিক আগের রাতেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় সাথী। লজ্জায় আর ক্ষোভে বাড়ির পাশের গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জাহাঙ্গীর।

স্থানীয় ইউপি সদস্য মো. সফর আলী বলেন, ওই ছেলে ও মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান বলেন, এ ঘটনায় কেউ বাদী হয়ে মামলা করেননি। থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম