দিনমজুরের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
দিনাজপুরের বিরল উপজেলায় এক স্কুলছাত্রী ও গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ও গরুর ঘাস কাটতে গিয়ে দিনমজুরের স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন।
এরই মধ্যে দিনমজুরের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার অভিযোগটি তদন্ত করে মামলা নথিভুক্ত করবেন বলে জানিয়েছেন বিরল থানা পুলিশের ওসি শেখ নাসিম হাবিব।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের নরশিংপাড়ার কেরাম উদ্দীনের ছেলে সাগর (২০) বিয়ের প্রলোভনে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় গত ২ নভেম্বর সোমবার রাতে ওই ছাত্রীর অভিভাবক বাদী হয়ে বিরল থানায় মামলার এজাহার দেন।
অন্যদিকে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দিনমজুরের স্ত্রী গরুর ঘাস কাটতে বাড়ির পাশের ধানক্ষেতে যান। এ সময় ইভিরামপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল হক (৪০) গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনায় সোমবার রাতে মামলা করেন গৃহবধূ।
বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, দিনমজুরের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেফতার করা হবে। পাশাপাশি স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমদাদুল হক মিলন/এএম/এমএস