নিজ ঘরে ঝুলছিল কলেজছাত্রীর লাশ
ফাইল ছবি
পটুয়াখালীর মির্জাগঞ্জে জান্নাতুল জুম্মা ঐশী (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মজিদবাড়িয়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ঐশী দক্ষিণ মজিদবাড়িয়া এলাকার জাকির গাজীর মেয়ে এবং মির্জাগঞ্জ আয়লা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঐশীর বাবা-মা বাসা থেকে বাইরে যান। দুপুরে ঐশীর নানি তার রুম তালাবদ্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন। এ সময় তিনি নাতনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেন।
মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, দুপুরে ঐশীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান