ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই লাখ ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৫ নভেম্বর ২০২০

কক্সবাজার-মিয়ানমার সীমান্তের ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে পাঁচজনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-৩৪ বিজিবির রেজুআমতলী বিওপির সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়ার থ্যাইংখালীর মো. মীর আহম্মেদের ছেলে মো. জয়নাল আবেদীন (২৫), কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ফকির আহম্মেদের ছেলে মো. রহমত উল্লাহ (২৫), একই ক্যাম্পের মো. নূর মোহাম্মদের ছেলে মো. মাহমুদুল হাসান (২১), আব্দুল আলিমের ছেলে মো. সেলিম (২২), মো. সোনা আলীর ছেলে মো. আমিন (২২) ও মৃত আলী হোসেনের ছেলে মো. জিয়াবুল হক (২৬)।

jagonews24

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রেজুআমতলী বিওপির আমবাগান সীমানা দিয়ে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে- এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তের ৩নং ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আমবাগান এলাকায় ফাঁদ পাতে। সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত থেকে ছয়জনকে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের আটকের পর শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গি ও গামছা দ্বারা কৌশলে লুকায়িত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পরে গণনা করে সেখানে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- নিয়মিত সীমান্ত পেরিয়ে ইয়াবা আনে তাদের সিন্ডিকেট। জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফরে জমা রেখে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমকেএইচ