ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র হাসপাতালে

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০১:৩৮ এএম, ০৬ নভেম্বর ২০২০

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে মিহির হাওলাদার নামের এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করেছে স্থানীয় কিশোর গ্যাং। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

আহত মিহির লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার চাকরিজীবী মিজানুর রহমানের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

মিহিরের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, লাহারকান্দি এলাকার পাপন, রাব্বি ও আরজুসহ কয়েকজন কিশোর গ্যাং সৃষ্টি করে মাদকদ্রব্য বিক্রি ও সেবনসহ এলাকায় বিভিন্ন খারাপ কাজ করে আসছে। এ নিয়ে দুই মাস আগে তাদের সঙ্গে মিহিরের বাদানুবাদ হয়। তখন মিহিরকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তারা।

এ ঘটনায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর শাহাদাৎ হোসেন রুবেল স্থানীয়ভাবে সমাধান করে দেন। তখন মিহিরের চিকিৎসার জন্য হামলাকারীদের ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে মিহিরকে একা পেয়ে পিটিয়ে আহত করে কিশোর গ্যাং। স্থানীয়রা এগিয়ে এলে তাকে রাস্তায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী হাসপাতালে প্রেরণ করেন।

মিহিরের বাবা মিজানুর রহমান হাওলাদার বলেন, হামলাকারীরা এলাকায় গ্যাং সৃষ্টি করে মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তারা এর আগেও আমার ছেলেকে পিটিয়েছিল। আমি এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করব।

বক্তব্য জানতে পৌরসভার কাউন্সিলর মীর শাহাদাৎ হোসেন রুবেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/বিএ