খুলনায় বিএনপির ২৪ নেতাকর্মীর কারামুক্তি
খুলনা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন খুলনা বিএনপির ২৪ জন নেতাকর্মী। রোববার সন্ধ্যায় তারা জেল থেকে বেরিয়ে আসেন। এসময় খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিনা ভোটে নির্বাচিত হাসিনা সরকার দমন-নিপীড়নের মধ্য দিয়ে জনগণের কণ্ঠরোধ করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য অবৈধ সরকার বিরোধী দলের ওপর দমননীতি চালাচ্ছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির এজাজ খান, কাওসার চৌধুরী, শেখ আব্দুর রশিদ, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলামসহ ২৪ জন বিএনপির নেতাকর্মী জামিনে মুক্তি লাভ করেন।
এসময় উপস্থিত ছিলেন অ্যাড. গাজী আব্দুল বারী, ফখরুল আলম, মনিরুজ্জামান মন্টু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আজিজুল হাসান দুলু, এমরানুল কবির নাসিম, জিয়াউর রহমান জিকু, চৌধুরী নাজমুল হুদা সাগর, সাইফুর রহমান সাইফ, আশরাফুল আলম নান্নু, ফারুক হোসেন প্রমুখ।
আলমগীর হান্নান/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ