৬ মাস পর বেনাপোল দিয়ে দেশে ফিরল চার বাংলাদেশি
ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারতে আটক চার বাংলাদেশিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছেন। রোববার (০৮ নভেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
এ চার বাংলাদেশি করোনার আগে বৈধ পাসপোর্ট ও ভিসার মাধ্যমে ভারতে গিয়েছিলেন। সেখানে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা পুলিশের কাছে ধরা পড়েন। এরপর তারা প্রায় ছয় মাস কেরালা প্রদেশের একটি শেল্টারহোমে থেকে আজ দেশে ফেরেন।
তারা হলেন- নীলফামারীর মোতাহার আলীর ছেলে লিটন মিয়া (৩৪), আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল ওহাব (৩০), মোখলেছুর রহমানের ছেলে ইমদাদুল হক (৪৫) ও পঞ্চগড়ের মোখলেছ মিয়ার ছেলে সাইদুর রহমান (২৫)।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব বলেন, এই চার বাংলাদেশি ছয় মাসের বৈধ ভিসা নিয়ে ভারতের কেরালা প্রদেশে যান। ভারতে কোনো বিদেশি নাগরিক তিন মাস থাকলে তাদের নিকটস্থ থানায় এফআরও একটি রিপোর্ট করতে হয়। এই চার বাংলাদেশি থানায় কোনো এফআরও রিপোর্ট করেননি। ভিসার মেয়াদ শেষ হলে সেদেশের পুলিশকে ঘটনাটি জানালে তাদের শেল্টার হোমে রাখা হয়। দুদেশের চিঠি চালাচালির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
জামাল হোসেন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ
- ২ ঝিনাইদহে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন
- ৩ কাল নির্বাচনি জনসভায় কুষ্টিয়ায় যাচ্ছেন ডা. শফিকুর রহমান
- ৪ দুই আসনে জামায়াত প্রার্থীর প্রচারে বিএনপি সমর্থকদের বাধার অভিযোগ
- ৫ আমি কারাগারে থাকাবস্থায় স্ত্রীর অপারেশন করতে হয়েছে: মির্জা ফখরুল