কৃষককে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
যশোরের চৌগাছায় পিকুল হোসেন (৩০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ কয়েরপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত পিকুল ওই গ্রামের সাখাওয়াতের ছেলে।
চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, রোববার সকালে পিকুল ধান কাটার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সন্ধ্যার পর পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তারা বাড়ির পাশের ধানক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
মিলন রহমান/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ
- ২ ঝিনাইদহে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন
- ৩ কাল নির্বাচনি জনসভায় কুষ্টিয়ায় যাচ্ছেন ডা. শফিকুর রহমান
- ৪ দুই আসনে জামায়াত প্রার্থীর প্রচারে বিএনপি সমর্থকদের বাধার অভিযোগ
- ৫ আমি কারাগারে থাকাবস্থায় স্ত্রীর অপারেশন করতে হয়েছে: মির্জা ফখরুল