চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- রাশেদা বেগম (৫০) ও অটোরিকশার ড্রাইভার মো. হারুন (২৮)। আহতরা হলেন- মো. রুস্তম (৯), আবুল কালাম (২৪) ও নূরুল আলম (৩৫)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ মজিদ জানান, দুর্ঘটনায় চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।