বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
যশোরের শার্শার বাগআঁচড়ায় বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিশা (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিশা সাতমাইল গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং বাগআঁচড়া গালর্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বাগআঁচড়া ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য আরিনা খাতুন জানান, সন্ধ্যায় তিশা পাশের একটি একতলা বাড়ির ছাদে তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যায়। সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় ওই ছাদের বৈদ্যুতিক তারে তার স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস বলেন, বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রী তিশা ঘটনাস্থলেই মারা গেছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, চার বছর আগে একই স্থানে বিদ্যুৎস্পৃষ্টে কদম আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।
জামাল হোসেন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ
- ২ ঝিনাইদহে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন
- ৩ কাল নির্বাচনি জনসভায় কুষ্টিয়ায় যাচ্ছেন ডা. শফিকুর রহমান
- ৪ দুই আসনে জামায়াত প্রার্থীর প্রচারে বিএনপি সমর্থকদের বাধার অভিযোগ
- ৫ আমি কারাগারে থাকাবস্থায় স্ত্রীর অপারেশন করতে হয়েছে: মির্জা ফখরুল