রাজবাড়ীতে গাঁজা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ীতে ১০ কেজি গাঁজা, ২৪০ বোতল ফেনসিডিল ও নগদ ২০ হাজার ৬৮৫ টাকাসহ আলেক শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বালিয়াকান্দিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার আলেক শেখ উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের মজিবর শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফায়জুর খান ও এসআই জাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় জামালপুরের আলেক শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে লুকিয়ে রাখা অবস্থায় ১০ কেজি গাঁজা, ২৪০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৬৮৫ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
রুবেলুর রহমান/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম