ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধানের শীষ প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান আ.লীগের আহ্বায়ক

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১১ নভেম্বর ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চুকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিগত কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্ডিতবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন বিগত কমিটির সভাপতি আমির হোসেন আবুল বাসার, সহ-সভাপতি মিজানুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ সেলিম প্রমুখ।

jagonews24

বক্তারা বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের গাড়ি পোড়ানোর মামলার আসামি। তিনি হাইব্রিড আওয়ামী লীগ। বিতর্কিত জামায়াত-বিএনপির লোকজনকে নিয়ে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করেছেন তিনি। উক্ত আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে দ্রুত তা বাতিলের দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চুকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগ।

মিজানুর রহমান/আরএআর/এমএস