শার্শায় ‘জরুরি ওষুধের’কাভার্ডভ্যানে ভারতীয় চন্দন কাঠ
যশোরের শার্শায় একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান থেকে এক কোটি ৮১ লাখ টাকা মূল্যের ১০৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে চালানটি আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে সড়কের পাশে থাকা ‘জরুরি ওষুধ সরবরাহকারী’ লেখা কাভার্ডভ্যানটি (ঢাকা-মেট্রো-অ-১৪-০৫৭৩) জব্দ করে। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১০৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য এক কোটি ৮১ লাখ টাকা। এ বিষয়ে মামলা হয়েছে।
আটক চন্দন কাঠসহ কাভার্ডভ্যান বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ
- ২ ঝিনাইদহে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন
- ৩ কাল নির্বাচনি জনসভায় কুষ্টিয়ায় যাচ্ছেন ডা. শফিকুর রহমান
- ৪ দুই আসনে জামায়াত প্রার্থীর প্রচারে বিএনপি সমর্থকদের বাধার অভিযোগ
- ৫ আমি কারাগারে থাকাবস্থায় স্ত্রীর অপারেশন করতে হয়েছে: মির্জা ফখরুল