শার্শায় ৩০ কেজি গাঁজাসহ ‘মাদক সম্রাট’ গ্রেফতার
যশোরের শার্শায় ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ মফিজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মফিজুর রহমান উপজেলার শিকারপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শার্শা-কাশিপুর সড়কের একঝালা নামক জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এতে নেতৃত্ব দেন গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এজাজ রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম।
তিনি জানান, ভারত থেকে পাচার হয়ে এ মাদক দেশে আসছিল। গ্রেফতার মফিজ এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মো. জামাল হোসেন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ
- ২ ঝিনাইদহে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন
- ৩ কাল নির্বাচনি জনসভায় কুষ্টিয়ায় যাচ্ছেন ডা. শফিকুর রহমান
- ৪ দুই আসনে জামায়াত প্রার্থীর প্রচারে বিএনপি সমর্থকদের বাধার অভিযোগ
- ৫ আমি কারাগারে থাকাবস্থায় স্ত্রীর অপারেশন করতে হয়েছে: মির্জা ফখরুল