ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সরাইলে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:১০ পিএম, ১১ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধার সমর্থনে যুবলীগ নেতা রুবেলের নেতৃত্বে বের হওয়া মিছিল শহীদ মিনারের দিকে যাচ্ছিল। একই সময়ে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের গড়েরপাড় থেকে পায়েল হোসেন মৃধার সমর্থনে আরেকটি মিছিল যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও মাহবুবের নেতৃত্বে বের হয়। মিছিল দুটি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসার পর মাহবুবকে ধাক্কা দেয় রুবেলের সমর্থকরা। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এএইচ/পিআর