বালুর ট্রাক চলাচল নিয়ে দ্বন্দ্বে চালকের আঙুল কেটে নিল দুর্বৃত্তরা
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছোঘাট এলাকায় ট্রাকচালক জামাল সরদারকে (৩২) কুপিয়ে তার হাতের আঙুল কেটে নিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে মেছোঘাটের বড় চর বেনীনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাকচালক জামাল ওই এলাকার বছির সরদারের ছেলে।
ট্রাকচালক জামালের ভাই মমিন জানান, তার ভাই ট্রাক চালান। বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে বালু আনা-নেয়া করেন। প্রায় দুই মাস আগে স্থানীয় কিছু যুবক তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে। হয়ত তারই জের ধরে আজ তার ওপর হামলা করে আঙুল কেটে নিয়েছে।
এছাড়া তার দুই পায়েও কুপিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি তাৎক্ষণিক তারা পুলিশকে জানিয়েছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এসএম শাহাদাত মিরাজ জানান, বড় ধরনের জখম হলেও তিনি এখন আশঙ্কামুক্ত। তবে তার ডান হাতের একটি আঙুল কাটা অবস্থায় আনা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মেছোঘাটা এলাকায় বালুর ট্রাক চলাচল নিয়ে দু’পক্ষের মারামারি হয়েছে। এ ঘটনায় একজন হাসপাতালে আছে।
তিনি জানান, মৌখিকভাবে বিষয়টি তিনি জেনেছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন।
রুবেলুর রহমান/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম