ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৮:০১ পিএম, ১২ নভেম্বর ২০২০

নতুন ভোটার হালনাগাদ, নাম ও বয়স সংশোধন, স্থানান্তরহ বিভিন্ন বিষয়ে হয়রানির ও অসদাচরণের প্রতিবাদে মানিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরাফাত আল হোসাইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শত শত ভোক্তভোগী বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন। এ সময় অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণসহ তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভ মিছিলে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মানিকছড়ি উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, মানিকছড়ি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. জাফর আলমসহ বিভিন্ন ইউনিয়নের শত শত লোক উপস্থিত ছিলেন।

jagonews24

জানা গেছে, সম্প্রতি মানিকছড়ির প্রবীণ ব্যক্তিত্ব ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম ও বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহনসহ একাধিক জনপ্রতিনিধি তার কাছে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য গেলে তিনি অসদাচরণ করেন। এ ঘটনায় নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তারা। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিন তদন্তে আসেন বান্দরবান জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম। তিনি সংশ্লিষ্টদের নিয়ে মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ মধ্যে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার বিষয়ে জেলা প্রশাসক ও আঞ্চলিক অফিসসহ উচ্চপর্যায়কে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে অভিযুক্ত কর্মকর্তা মো. আরাফাত আল হোসাইন সাধারণ মানুষকে হয়রানিসহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

এএইচ/এমকেএইচ