১৭৩তম জন্মবার্ষিকীতে মীর মশাররফ হোসেনকে শ্রদ্ধা
বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল মুসলিম সাহিত্যিক ও কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মবার্ষিকী আজ। জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদীতে এ সাহিত্যিকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন, বাংলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে তার সমাধিতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া স্মৃতিকেন্দ্রের লাইব্রেরি, সংগ্রহশালাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার আহম্মেদ সালেহীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের দায়িত্বরত বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার শেখ ফয়সল আমিন প্রমূখ।
এদিকে করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত হলেও স্মৃতিকেন্দ্রে ওড়ানো হয়নি জাতীয় পতাকা।
কারণ হিসেবে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের দায়িত্বরত বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার শেখ ফয়সল আমিন বলেন, আজ শুক্রবার সরকারি ছুটির দিন। এ কারণে জাতীয় পতাকা ওঠানো হয়নি।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের (১৩ নভেম্বর) এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মারা যান তিনি। পরে সেখানেই তাকে সমাহিত করা হয়।
এছাড়া এখানে রয়েছে মীর মশাররফ হোসেনের স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন, তার স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধি।
পরবর্তীতে কালজয়ী এ সাহিত্যিকের স্মৃতি রক্ষার্থে বালিয়ান্দির পদমদীতে নির্মাণ করা হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭টি বই রচনা করেছেন এই সাহিত্যিক।
রুবেলুর রহমান/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম