ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল পিকআপ চালকের

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৪ নভেম্বর ২০২০

যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা নামক স্থানে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখি একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এছাড়া চারজন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, সকালে দুর্ঘটনায় আহত ৫ জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মিলন রহমান/এফএ/পিআর