ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নবাবগঞ্জ উপজেলা আ.লীগের আহ্বায়ক কিসমত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৪ নভেম্বর ২০২০

ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মিজানুর রহমান কিসমতকে আহ্বায়ক এবং দেওয়ান আওলাদ হোসেন, অ্যাডভোকেট সাফিল উদ্দিন ও আরিফ রহমানকে যুগ্ম আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

৬৮ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বেনজীর আহমেদ ও সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

নবগঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান কিসমত বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত নবাবগঞ্জ গড়তে নতুন পুরাতনের সমন্বয়ে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় শক্তিশালী সংগঠন গড়ে তুলতে কাজ করে যাবে এই কমিটি।

দলীয় সূত্র জানায়, ২০১৪ সালের ১৮ ডিসেম্বর দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নাসির উদ্দিন আহমেদ ঝিলু সভাপতি ও জালাল উদ্দিন সম্পাদক নির্বাচিত হন।

কিন্তু এ কমিটি দীর্ঘসময় অতিবাহিত করলেও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

বিএ/পিআর