দোকানে ঢুকে শিশুর প্রাণ নিলো ট্রাক
ফাইল ছবি
বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় জান্নাতুল মাওয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে আটকে পড়া জাকিয়া বেগম (৪৫) নামে গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
অন্য আহত ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের নাজমুল শেখের মেয়ে শিরিনা বেগম (২৪) ও সাথি বেগমকে (১৮) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত জান্নাতুল মাওয়া ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের কবির শেখের মেয়ে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, শনিবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে অন্য একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে।
এতে ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়। এ সময় আহত হয়েছেন আরও তিন নারী। ঘটনার পর পরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান