ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৭০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৬ নভেম্বর ২০২০

পাবনার বেড়া উপজেলায় চরের জমি নিয়ে সৃষ্ট বিরোধে মাছেম মীর (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ নভেম্বর) রাতে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের দক্ষিণ চর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার বিকেলে ওই বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেন তার প্রতিবেশীরা।

নিহত বৃদ্ধ দক্ষিণ চর গ্রামের ময়েজ মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাছেম মীরের সঙ্গে চরের জমি নিয়ে একই এলাকার তোজাম্মেল হোসেনের সঙ্গে বিরোধ ছিল। তোজাম্মেল ওই বৃদ্ধের প্রতিবেশী ও সম্পর্কে আত্মীয় হন। রোববার বিকেলে জমির ভোগদখল নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মাছেম মীরকে তোজাম্মেল ও তার বাড়ির লোকজন মিলে মারধর শুরু করেন। এতে গুরুতর আহত হন মাছেম মীর। তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। এরপর বৃদ্ধ মাছেমের স্বজনরা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় রাতে তিনি মারা যান।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় নিহতের ভাই হাশেম মীর সোমবার (১৬ নভেম্বর) সকালে আমিনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে ১১ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

আমিনুল ইসলাম/এসআর/পিআর