ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটের ঘটনায় আরও এক আসামি ৫ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ১২:১৩ এএম, ১৭ নভেম্বর ২০২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে শহীদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার হেলাল উদ্দিনের (৩০) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম তার রিমান্ড মঞ্জুর করেন।

হেলাল উদ্দিন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি জুয়েল হত্যা ও পুলিশের ওপর হামলা-মামলার এজাহার নামীয় আসামি।

এর আগে রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম সোমবার শুনানি করে রিমান্ড মঞ্জুর করেন।

এ নিয়ে আলোচিত এ তিন মামলায় পুলিশ ৩৪ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ১২ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

এএইচ/এমআরএম