ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কয়লা আড়াইশ মুরগি

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৭ নভেম্বর ২০২০

পাবনার চাটমোহরে পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মুরগির খামার ও দুই কৃষকের পাঁচটি ঘর পুড়ে গেছে। এতে খামারি মিলন হোসেনের ২৪০ মুরগি পুড়ে কয়লা হয়ে গেছে। আর লুৎফর রহমান ও জিলহাজ হোসেন নামের দুই চাষীর ঘরে থাকা কৃষি দ্রব্যাদি সব পুড়ে গেছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত ও মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বারকোনা ও সজনাই গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খামারি মিলন হোসেনের বাড়ি বারোকোনা গ্রামে। অপর দুইজন সজনাই গ্রামের বাসিন্দা। আগুনে সব মিলে প্রায় সাত লাখ টাকা ক্ষতি হয়েছে।

Pabna-photo0

বারোকোনা গ্রামের বাসিন্দা মিলন হোসেন জানান, তার খামারটি সোমবার রাতে পুড়ে গেছে। খামারে ২৪০টি মুরগি ছিল, সবগুলোই পুড়ে কয়লা হয়েছে।

এদিকে সজনাই গ্রামের বাসিন্দা লুৎফর রহমান ও জিলহাজ হোসেনের বাড়িতে মঙ্গলবার দুপুরে আগুন লাগে। আগুনে তাদের পাঁচটি ঘর, ঘরে থাকা পেঁয়াজসহ বিভিন্ন ফসল, নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে গেছে। লুৎফর রহমানের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।

চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঈনুর রহমান জানান, দুই জায়গায় আগুনের সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়।

আমিনুল ইসলাম/এএইচ/এমএস