EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে নয়

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৯ নভেম্বর ২০২০

প্রতিষ্ঠিত না হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল।

বুধবার যশোরের শার্শা উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দর্জি বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও পাচার এখন সমাজে একটি বড় ব্যাধিতে পরিণত হয়েছে। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন এবং ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে।

তিনি বলেন, বাল্যবিয়ে করে নিজের জীবনকে বিসর্জন না দিয়ে পরিণত বয়সে বিয়ে করবেন।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ব্লক বাটিক প্রশিক্ষক সালমা খাতুন ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষক ইয়াসমিন প্রমুখ।

জামাল হোসেন/এফএ/পিআর