EN
  1. Home/
  2. দেশজুড়ে

খেলতে গিয়ে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২০ নভেম্বর ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার ছাট যুগীপাড়া গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে হুমাইয়া আক্তার (৩) ও মেঘলা আক্তার (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সাঘাটার বিল বস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো, সাঘাটার ছাট যুগীপাড়া গ্রামের হাসু মিয়ার মেয়ে হুমাইয়া আক্তার (৩) ও মোশারফ হোসেনের মেয়ে মেঘলা আক্তার (২)।

সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন সুইট জানান, শিশু দুটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনে পুকুরে ভাসমান অবস্থায় হুমাইয়া আক্তারকে দেখতে পান। এ সময় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জাহিদ খন্দকার/এফএ/এমএস