ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেমিকার সঙ্গে অভিমান করে যুবকের বিষপান

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২১ নভেম্বর ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মহিন উদ্দিন (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তিনি কীটনাশক জাতীয় কিছু পান করেন। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলার আলীগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মহিন ৯ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের তালুকদার বাড়ির মৃত আবদুল হাশেমের ছেলে।

পারিবারের দাবি, প্রেমিকার সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রশিদ জাগো নিউজকে জানান, সকালে মহিন উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নজরুল ইসলাম আতিক/এসআর/জেআইএম