EN
  1. Home/
  2. দেশজুড়ে

কান্নার শব্দে ক্ষিপ্ত হয়ে ২৯ দিনের সন্তানকে আছাড়!

জেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২২ নভেম্বর ২০২০

কান্নার শব্দে ক্ষিপ্ত হয়ে ২৯ দিনের সন্তানকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে মিম নামে ওই নবজাতকের বাবার বিরুদ্ধে।

শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায় এ রোমহর্ষক ঘটনা ঘটে।

শিশুটির মা খাদিজা বেগম জানান, মেয়ের জন্মের পর থেকেই স্বামী কামাল হোসেন তাকে নির্যাতন করে আসছিল। শনিবার ভোরে মীম তার কোলে কাঁদছিল। এ সময় শব্দে ক্ষিপ্ত হয়ে কামাল হোসেন তাকে আছাড় মেরে হত্যার পর পালিয়ে যায়।

ভুলতা ফাঁড়ির ইচচার্জ ইন্সপেক্টর আনিচুর রহমান জানান, খবর পেয়ে দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মেয়ে সন্তান হওয়ায় কামাল হোসেন খুশি ছিল না। এরই জেরে শিশুটিকে মাটিতে আছড়ে হত্যা করে সে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাবা কামাল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মীর আব্দুল আলীম/এফএ/এমএস