ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছুটে এসেও ছেলের হাত থেকে বাঁচানো গেল না মাকে

জেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২২ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন দেলোয়ারা বেগম (৫৫)।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাব এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার সাইফুল (৩২) শিংলাব এলাকার আব্দুর ছোবহানের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ মাস আগে দেলোয়ারা বেগম (৫৫) গোলাকান্দাইল শিংলাব এলাকায় নতুন বাড়ি করে বসবাস শুরু করেন। সাইফুল প্রায়ই মাদকের টাকা না পেয়ে তার মাকে মারধর করত।

শনিবার সন্ধ্যার দিকে টাকা না পেয়ে ঘরের দরজা বন্ধ করে দেলোয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে সে। এ সময় দেলোয়ারা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও দরজা বন্ধ পান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে এলাকাবাসী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে টয়লেটের ভেতর দেলোয়ারা বেগমের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় মাদকাসক্ত ছেলে সাইফুলকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দেলোয়ারা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

মীর আব্দুল আলীম/এফএ/এমএস

বিজ্ঞাপন