বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২
বগুড়া জেলার শাজাহানপুরে বৃহস্পতিবার বিকেলে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী ও মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই নারী।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী উপজেলার আমরুল ইউনিয়নের জাদুবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দলিল লেখক আব্দুর রশিদ (৬০) ও মোটরসাইকেলচালক যশোর জেলার মণিরামপুর উপজেলার মাহতাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সোয়া ৪টায় এক সাইকেল আরোহী সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিলে উভয়ই পড়ে যান। একই সময় ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৯৭৬) মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দলিল লেখক আব্দুর রশিদ (৬০) মারা যান। গুরুতর আহত হন নারীসহ তিনজন।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মোটরসাইকেলচালক শহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত অপর দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি