ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ‘নো মাস্ক নো সেল’ চালু

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

করোনা প্রতিরোধে ‘নো মাস্ক নো সেল’ কর্মসূচি চালু করেছে বেনাপোল বাজার কমিটি।

কর্মসূচির প্রথম দিনেই মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রি করায় কয়েকটি দোকানকে সাবধান করা হয়েছে। এছাড়া বাজারে আসা ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে বাজার কমিটি ফ্রি মাস্ক বিতরণ করে।

বুধবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায়‘নো মাস্ক নো সেল’ কমসূচির উদ্বোধন করেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আলহাজ আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ বজলুর রহমান। এ সময় তারা বিভিন্ন দোকানে মাস্ক ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান।

বাজার কমিটির সভাপতি আলহাজ আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ বজলুর রহমান জানান, সরকারি নির্দেশ মেনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় করোনা সংক্রামণ রোধে বেনাপোল পৌর বাজার এলাকায় মাস্ক ছাড়া কোনো দোকানী ক্রয়-বিক্রয় করতে পারবে না। সিদ্ধান্ত অমান্য করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান বন্ধ ও জরিমানার করা হবে।

জামাল হোসেন/এএইচ/এমএস