নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাশেম মাঝি (৬০) নামে এক বৃৃৃৃদ্ধের মৃৃৃত্যূ হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমানআলী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত কাশেম মাঝি চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানাউল্লা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
এ ঘটনায় শফিক মিজি (৬৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত ফজলের রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শফিক মিজির সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল কাশেম মাঝির। বুধবার সন্ধ্যায় মসজিদ থেকে ফেরার পথে কাশেম মাঝিকে ছুরিকাঘাত করে শফিক মিজি।
পরে গুরুতর অবস্থায় কাশেম মাঝিকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মিজানুর রহমান/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লোহাগাড়ায় জুলাই শহীদ ইশমামের ভাইকে ছুরিকাঘাত ছাত্রলীগের
- ২ ফেরিতে ট্রাক চালু হয়ে আরও ৪ গাড়ি নিয়ে পড়লো নদীতে, এক চালক নিখোঁজ
- ৩ হাদির মরদেহ জন্মভিটায় না নেওয়ায় এলাকাবাসীর আক্ষেপ
- ৪ ময়মনসিংহের ঘটনায় ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি: র্যাব
- ৫ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রৌপ্য জিতলেন বাংলাদেশের জুমার-উর্মি