মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার ২
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোটেল রোডের চেয়ারম্যান সুপার মার্কেটের অফিস কক্ষ থেকে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পারভেজ আহমেদ (৩১) ও শামীম সরকার (২৭)। তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, তিন ক্যান বিদেশি বিয়ার ও মাদক বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত পারভেজ আহমেদ কুমিল্লার দাউদকান্দি থানার চরচারুয়া এলাকার সাবেক চেয়ারম্যান মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ দাউদকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে ইয়াবা ও বিয়ার কেনাবেচা করে আসছিলেন তিনি। গ্রেফতারকৃত শামীম সরকার কুমিল্লার দাউদকান্দি থানার ষোলপাড়া এলাকার আবদুল হক সরকারের ছেলে।
গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা পরিবহন করে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় কেনাবেচা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মাদক ব্যবসা করতেন।
এসকে শাওন/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোট প্রচারে ইমামদের সহযোগিতা চাইলেন রিটার্নিং কর্মকর্তা
- ২ ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ১০ যুবক নিখোঁজ, দিশেহারা পরিবার
- ৩ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ারের বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- ৪ নির্বাচন ঘিরে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা
- ৫ নুরের হয়ে কাজ করায় ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ মামুনের বিরুদ্ধে