দিনাজপুরে বিশেষ অভিযানে ১০৯ জন আটক
দিনাজপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মীসহ ১০৯ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোলরুমের দায়িত্বরত পুলিশ সদস্য মোশারফ হোসেন জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় সাড়াশি অভিযান চালিয়ে ১০৯ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৮ জন বিএনপির নেতাকর্মী ও ১৯ জন জামায়াত এবং একজন শিবির কর্মী।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় প্লাস্টিক সামগ্রী ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ
- ২ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী
- ৩ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ৪ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৫ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও