ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাটিবোঝাই ট্রলির চাপায় হেলাল মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলালের বাড়ি জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামে। এছাড়া এ ঘটনায় বসু (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
বিজয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে একটি মাটিবোঝাই ট্রলি রামপুর এলাকার ভূঁইয়া ইটভাটার দিকে আসছিল। এ সময় বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রলিটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী বসু গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/এসএমএম/এমএস