ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় ৪ ভারতীয় কারাবন্দির মাঝে উপহার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২০

ভোলা জেলা কারাগারে কারাবন্দি চার ভারতীয় নাগরিকের মাঝে শীতবস্ত্র ও নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধানের উপস্থিতিতে এ উপহার সামগ্রী তুলে দেন ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, আরএফএল টিমের সদস্য-সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক ইমতিয়াজুর রহমানসহ প্রমুখ।

Bhola-Karabondi.jpg

ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম বলেন, দেশে ও বিদেশের কারাগারে থাকা বন্দিদের থেকে বিচ্ছিন্ন হওয়া পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। একই সঙ্গে অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিদেশি শাড়ি নিয়ে নৌ-পথে ভোলায় আসলে মেঘনা নদী থেকে ওই চারজনকে আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। পরে আদালতের মাধ্যমে তাদেরকে ভোলা কারাগারে পাঠায় পুলিশ।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস