শিশুকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন
প্রতীকী ছবি
কক্সবাজারের রামু রশিদ নগর এলাকার সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে মো. ইসলাম নামের এক মাদরাসা শিক্ষকের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আলালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তার আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়েশা এ আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ ইসলাম চকরিয়া উপজেলার করাইয়া ঘোনা এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৮ জানুয়ারি রামু উপজেলার রশিদ নগরে ঝাড়ু দেয়ার কথা বলে ওই শিশুকে মসজিদের ভেতরে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন মাদরাসার শিক্ষক মোহাম্মদ ইসলাম।
এ ঘটনায় একইদিন ভুক্তভোগী শিশুর বাবা অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে রামু থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ২৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউর সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান জানান, এ মামলায় ১২জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয় রাষ্ট্রপক্ষ। যার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আদেশ প্রাপ্তির ৩০দিনের মধ্যে অর্থ আদায় করা না হলে সমপরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করতে জেলা কালেক্টর (ডিসি) কে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সায়ীদ আলমগীর/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা
- ২ যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলার অভিযোগ
- ৩ ‘বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই’
- ৪ আমাদের করা মামলায় শত শত আসামি নেই: শফিকুর রহমান
- ৫ জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল