ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্গাপুরে ট্রাক উল্টে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইটবাহী ট্রাক উল্টে মো. মোস্তফা কাজী (৩৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কাজী গাজীপুর জেলার বাসন থানার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে একটি ইটবাহী ট্রাক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশী বাজার নামক স্থানে খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলে শ্রমিক মোস্তফা নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এসএমএম/জেআইএম