ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জজ কোর্টেও জামিন পেলেন নিক্সন চৌধুরী

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) ও যুবলীগ নেতা মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে জামিন দিয়েছেন জজ কোর্ট।

মঙ্গলবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ হাকিম মো. সেলিম মিয়া এ আদেশ দেন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মামলাটি করে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় মামলাটি করেন চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

ফরিদপুরের নির্বাচনী ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে এই প্রথম আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে থানায় নিয়মিত মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, জাতীয় সংসদ ২১৪ ফরিদপুর-৪ নির্বাচনী আসনের সাংসদ মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরী গত ৯ অক্টোবর সকাল ৮টার দিকে তার মোবাইল ফোন থেকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারকে ফোন করে নির্বাচনে অধিক সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন।

সেই ফোনালাপে এমপি নিক্সন তাকে অধিক সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগের কারণে তার সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ করাসহ নানা ভয়ভীতি দেখান এবং অশোভন মন্তব্য করেন।

এছাড়া নির্বাচনের দিন ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ব্যক্তি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় দায়িত্বে নিয়োজিত ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) তাকে আটক করেন।

এ ঘটনায় এমপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে ‘সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষের পক্ষে উচ্চারণ অনুপোযোগী অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজসহ’ ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।

এছাড়া নিক্সন নির্বাচনী এলাকায় নির্বাচনী কাজে অংশ নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এছাড়া নির্বাচনের ফলাফল ঘোষণার পর এমপি সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দিয়ে নির্বাচনী অচরণবিধি ভাঙেন বলে অভিযোগ আনা হয়।

মামলায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ বিধি অনুযায়ী নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মামলার এজাহারে অনুরোধ জানানো হয়েছে।

গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেরা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

গত ২০ অক্টোবর এ মামলায় আট সপ্তাহের জন্য হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অন্তবর্তীকালীন জামিন নেন নিক্সন চৌধুরী। হাইকোর্টের বিচারপতি শেখ জাকির হোসেন ও কে এম জাহিদ সরোয়ারের আদালত তাকে এ জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে হাজিরা দিতে নির্দেশ দেন।

মঙ্গলবার ফরিদপুরের আদালতে নিক্সনের জামিনের সমর্থনে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। রাষ্ট্রপক্ষ এ জামিনের আবেদনের বিরোধিতা না করায় আদালত দুই হাজার টাকার বেলবন্ডে নিক্সনকে নিয়মিত জামিন দেন।

জামিন পাওয়ার পর নিক্সন বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওই নির্বাচন বাতিল হয়ে যাওয়ায় তার এ মামলাটি গুরুত্ব হারিয়েছে কি না সে বিবেচনা আদালত করবে।

এদিকে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন ১০ অক্টোবর অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনটি বাতিল করে দিয়েছে। পরে তারিখ ঘোষণা করে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের এ প্রজ্ঞাপন থেকে এ সিদ্ধান্ত জানা গেছে।

বি কে সিকদার সজল/জেএইচ/এমএস