ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শীতে জমছে না উপ-নির্বাচন

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১১:৫৫ এএম, ১০ ডিসেম্বর ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে কুয়াশা ও শীত বেড়ে যাওয়ায় কেন্দ্রে ভোটারের উপস্থিতি একটু কম দেখা গেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এরা হলেন- আওয়ামী লীগের মো. মোস্তফা মুন্সি (নৌকা), বিএনপির ইঞ্জিনিয়ারিং মাহবুব আলম শাহিন (ধানের শীষ), প্রয়াত উপজেলা চেয়ারম্যান এ বি এম নুরল ইসলামের ছেলে স্বতন্ত্র প্রার্থী ডা. মো. আরিফুজ্জামান (ঘোড়া), সাবেক পৌর আওয়ামী লীগ নেতা গোলাম মাহবুব রব্বানী (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী সুলতান শেখ (মোটর সাইকেল)।

নির্বাচনে ৩৫টি ভোট কেন্দ্রে উপজেলার ৯১ হাজার ৪৪০ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৬ হাজার ৮৫ জন ও ৪৫ হাজার ৩৫৫ জন নারী ভোটার রয়েছেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং সঙ্গে রয়েছে স্ট্রাইকিং ফোর্সসহ টহল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলামের মৃত্যুতে উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়।

রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ