ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অন্ধকার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: সম্মিলিত সাংস্কৃতিক জোট

মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১১ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশবাসীকে রুখতে হবে বলেছেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মোংলার চৌধুরীর মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাংস্কৃতিক জোটের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিরাই ভাস্কর্য হামলা এবং ভাঙচুর করছে। মুক্তিযুদ্ধের সময় যেমন দেশবাসী বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তানিদের পরাজিত করেছে প্রয়োজনে তেমনিভাবে আবারও অন্ধকার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

jagonews24

সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সুভাষ চন্দ্র বিশ্বাস, পৌর আওয়ামী লীগের কাজী গোলাম হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান পিস অ্যাম্বাসাডর মো. ইস্রাফিল হোসেন হাওলাদার, বিএনপির নেতা আব্দুর রশিদ হাওলাদার, সিপিবির নেতা কমরেড নাজমুল হক, জাতীয় পার্টির এরশাদুজ্জামান সেলিম, কলতান শিল্পীগোষ্ঠির শরৎ কর্মকার, নারীনেত্রী কমলা সরকার, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন, শ্রমিকলীগ নেতা নুরুদ্দিন আল মাসুদ, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এরশাদ হোসেন রনি/এসএমএম/জেআইএম