ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজাকারের দোসররা বঙ্গবন্ধুকে আক্রমণ করতে চায়: নৌপ্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কোনো ব্যক্তি নয়; বঙ্গবন্ধু একটি আদর্শ, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুকে কখনো হত্যা করা যায়নি। সারাবিশ্ব যখন বঙ্গবন্ধুকে সম্মান দেখাচ্ছে, তখন রাজাকার দোসররা বঙ্গবন্ধুকে আক্রমণ করতে চায়।

তিনি আরও বলেন, এরশাদ-জিয়া-খালেদা চেষ্টা করেও মানুষের মন থেকে (বঙ্গবন্ধুকে) মুছে ফেলতে পারেনি। আজকে কিছু মানুষ ইসলামের নাম ভাঙিয়ে বঙ্গবন্ধুকে আঘাত করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুকে আঘাত করা যাবে না। বঙ্গবন্ধু রয়েছেন ১৮ কোটি মানুষের হৃদয়ে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট বাস টার্মিনালে ঢাকা-লক্ষ্মীপুর নৌপথের ড্রেজিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি নদীতে ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রফিক আহম্মদ সিদ্দিক, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট মেঘনা নদী হয়ে দক্ষিণাঞ্চলসহ ২১টি জেলার যোগাযোগের প্রধান মাধ্যম মজুচৌধুরীর হাট বাস টার্মিনাল। ঢাকা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চালুতে নদী নাব্য প্রধান সমস্যা। নদীতে ড্রেজিং করা হলে মজুচৌধুরীর হাট থেকে ঢাকা যেতে ছয় ঘণ্টা সময় লাগবে। সেজন্য সরকার এ রুটে নদীতে ড্রেজিং করার জন্য ৪৯ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ দেয়।

আজ শনিবার প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নদীর ড্রেজিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দুই বছর সময়ে ৩১ লাখ ঘনমিটার নদীপথ ড্রেজিং করার কথা রয়েছে।

কাজল কায়েস/এসআর /এমকেএইচ