ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরশের সততায় মুগ্ধ এলাকাবাসী

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

নিজের বিকাশ নাম্বারে হঠাৎ ১৯ হাজার ৩৩৩ টাকা আসে। এতো টাকা কোথা থেকে এলো। টাকা পেয়ে অবাক পরশ ঘটনা বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে পরিবার ও স্থানীয় বিকাশ এজেন্ট স্টুডেন্ট লাইব্রেরিকে অবহিত করে। ওই এজেন্ট সঙ্গে সাঙ্গে যে নাম্বার থেকে টাকা এসেছে, সে নম্বরে কল করে। কল করে জানা যায়, নম্বরটি রংপুরের এক বিকাশ এজেন্টের।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের ছেলে পরশ। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভুলে তার বিকাশ অ্যাকাউন্টে আসা ১৯ হাজার টাকা ফেরত দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে। তার এ সততায় মুগ্ধ এলাকাবাসী।

জানা যায়, স্থানীয় এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সে। তার বাবার নাম জহির মিয়া। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে রংপুরের এক ব্যক্তির টাকা ভুলক্রমে তার বিকাশ নাম্বারে আসার পর টাকা সে ফেরত পাঠায়।

ওবায়দুল হক নামের সেখানকার এক ব্যক্তি ওই বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা একজনকে পাঠাতে গিয়ে ভুলে পরশের নাম্বারে পাঠিয়েছে।

এ সময় ওবায়দুল, ঘটনার সাক্ষী দুই বিকাশ এজেন্ট, উপস্থিত লোকজন সবাই কিশোর পরশের সততার প্রশংসা করেন।

টাকা ফেরত পেয়ে মুঠোফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল হক বলেন, অষ্টম শ্রেণির ছাত্র পরশের সততায় আমি মুগ্ধ। আজকাল মোবাইলে ভুলক্রমে ১০০ টাকা রিচার্জ হলেও অধিকাংশ ক্ষেত্রে অনুরোধ করেও সেই টাকা ফেরত পাওয়া যায় না। সেখানে একজন ছাত্র বিকাশে ১৯ হাজার ৩৩৩ টাকা ফেরত পাঠিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

কমলগঞ্জের আদমপুর এলাকার আব্দুস সামাদ বলেন, ‘সমাজে যখন লোভ-লালসা, চুরি ছিনতাই বৃদ্ধি পাচ্ছে ঠিক তখনই পরশ নামের ছেলেটা সততার দৃষ্টান্ত স্থাপন করলো। পরশ আমার এলাকার ছেলে। তার প্রতি দোয়া রইলো।

এএইচ /এমকেএইচ